কালকিনিতে ৩ ছাত্রকে ধরে নিয়ে মারধর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/18/photo-1447845352.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামে রাস্তা থেকে ধরে নিয়ে স্কুল ও কলেজের তিন ছাত্রের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
আহত ছাত্ররা হলো মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র আমির হামজা (১৮), কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের স্নাতকের ছাত্র সাইফুল হাওলাদার (১৭) ও সিডিখান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল হাওলাদার (১৪)। এর মধ্যে আমির হামজা ও নাজমুল সিডিখান গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু হাওলাদারের ছেলে এবং সাইফুল একই গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে।
গ্রামের লোকজন জানান, কালকিনির সাহেবরামপুর ও সিডিখান গ্রামের লোকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। আমির হামজা, সাইফুল ও নাজমুল আজ ক্রিকেট খেলতে সাহেবরামপুর গ্রামে গেলে আবদুল লতিফ নামের একজন লোকজন নিয়ে তাদের ধরে নিয়ে হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, ‘বিষয়টি তদন্তাধীন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’