বরগুনায় সন্ত্রাস ও মাদকবিরোধী পথসভা
মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে এবং তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডি কে পি রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।
জেলা পুলিশের সহযোগিতায় এবং বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনার কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কমিউনিটি পুলিশিংয়ের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবদুল মোতালেব মৃধা, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল আলীম হিমু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ শিকদার শিবু দাস প্রমুখ।
সভায় স্থানীয় অধিবাসীরা যুবসমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়ার লক্ষ্যে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।