শিশু আহরামের সুস্থ জীবনের জন্য এগিয়ে আসুন
পাঁচ বছরের শিশু উমাইর বিন আহরাম, জন্মের সময়ই জটিলতায় মেরুদণ্ডের জটিলতায় আক্রান্ত হয়। চারদিন বয়সেই তার মেরুদণ্ডে অস্ত্রপাচার করা হয়। বর্তমানে মেরুদণ্ডের জটিলতার কারণে স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না শিশু আহরাম। এ ছাড়া প্রস্রাব-পায়খানার সময়ও বুঝতে পারে না সে।
বর্তমানে শিশু আহরাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এ ছাড়া দেশের অনেক চিকিৎসকের কাছেই আহরামকে দেখানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহরামকে সুস্থ করে তুলতে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হবে। এজন্য ২০ লাখ টাকা প্রয়োজন।
দক্ষিণ কমলাপুরের বাসিন্দা আহরামের বাবা আবু হান্নান একটি দোকানের কর্মচারী, আর মা জেসমিন আক্তার গৃহিণী। স্বল্প আয়ের এই পরিবারের পক্ষে শিশু সন্তানের চিকিৎসার ২০ লাখ টাকা জোগাড় করা অসম্ভব। তাই সন্তানকে সুস্থ করে তুলতে দেশের হৃদয়বাদ ও বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন আহরামের মা-বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানা :
জেসমিন আক্তার
সঞ্চয়ী হিসাব নম্বর : ১০০৮৭৮১৮৪৮০৩১
আইএফআইসি ব্যাংক লিমিটেড
মতিঝিল শাখা, ঢাকা।