কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক কারখানার ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ওই কারখানার শ্রমিকরা আজ মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুব হোসেন কাজল ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, সম্প্রতি আন্দোলনের মুখে কালিয়াকৈরের ভান্নারা এলাকার বিইইউ অ্যাপারেলস অ্যান্ড ম্যানুফাকচার লিমিটেড নামক পোশাক কারখানার ৪২ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ সপ্তাহ খানেক আগে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর জের ধরে ওই কারখানায় শ্রমিকরা আজ মঙ্গলবার দুপুরে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কে কারখানার গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা কারখানা অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানায়।
কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মো. আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে নয়, পর্যাপ্ত পরিমাণ কাজ না থাকায় শ্রম আইনের ২০ ধারা মোতাবেক কারখানা বন্ধ করা হয়েছে। কাজ এলে কারখানা খুলে দেওয়া হবে।