খালেদা জিয়ার কার্যালয়ে চেহলামের আয়োজন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে এখন কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল চলছে। এ জন্য বারিধারার আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছয়জন মৌলভি বেলা সোয়া ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন।
কার্যালয়ে প্রবেশের সময় বিস্তারিত পরিচয় লিপিবদ্ধ করার পাশাপাশি ছবি তুলে রাখা হয়েছে। সে সঙ্গে ভিডিওচিত্রও ধারণ করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
এর পর দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে বাড্ডা মাদ্রাসা থেকে আরো চারজন মৌলভি কার্যালয়ে প্রবেশ করেন। কার্যালয়ে প্রবেশের আগে তাঁদেরও একইভাবে পরিচয় লিপিবদ্ধ করে ছবি তোলা হয় এবং ভিডিওচিত্র ধারণ করা হয়।
মৌলভিদের দলটি ছাড়া সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলীয় কোনো নেতা-কর্মী কিংবা অন্য কোনো সদস্যকে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়নি। কার্যালয়ের সামনে ১৮৬ নম্বর রোডের মাথায় আগের মতোই পুলিশের ব্যারিকেড আছে। সে সঙ্গে সাংবাদিক ও কয়েকজন পুলিশ সদস্য ছাড়া কার্যালয়ের সামনেও তেমন কারো উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু নিরাপত্তাসহ আরো বেশ কিছু কারণে আদালতে হাজির হননি তিনি।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।