মাদারীপুরে ফেরি-লঞ্চের সংঘর্ষ, আহত ১৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/28/photo-1448730959.jpg)
শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি ও লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। নদী থেকে লঞ্চের তিন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি না জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিক মাদারীপুরের কাওরাকান্দি ঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে প্রিন্স অব পদ্মা-৩ নামের লঞ্চটি জেলার শিবচরের কাঁঠালবাড়ী নামক স্থানে পৌঁছালে ডাম্ব ফেরি রায়পুরার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে লঞ্চের সামনের অংশ ও ফেরির ডান পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে লঞ্চের অন্তত ১৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন নদী থেকে তিন লঞ্চ যাত্রীকে উদ্ধার করেছে। আরো যাত্রী নিখোঁজ রয়েছে কি না তা জানাতে পারেনি কেউ।
আহত যাত্রীদের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে লঞ্চটির কেরানি ও অপর একটি লঞ্চের মালিক ইমান খান জানিয়েছেন।