মানিকগঞ্জে বাউলমেলায় গুণীজনদের সংবর্ধনা

মানিকগঞ্জে বাউলমেলার তৃতীয় দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ গুণীজন ও ছয় বাউলশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদার ফাউন্ডেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ফাউন্ডেশনের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
অনুষ্ঠানে গুণী ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হামজালা, পরমাণুবিজ্ঞানী মোবারক হোসেন, অধ্যাপক আল-মামুন ও মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ছয় শ্রেষ্ঠ বাউলশিল্পীকে সম্মানিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও পৌরসভার মেয়র মো. রমজান আলী বক্তব্য দেন। গত রোববার শুরু হওয়া এই বাউলমেলা চলবে আরো একদিন।