মেহেরপুর পৌর নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
সীমানা নির্ধারণ নিয়ে করা মামলা প্রত্যাহার করে মেহেরপুরে পৌর নির্বাচন দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর পৌর আওয়ামী লীগ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। মিছিলে বর্তমান ও সম্ভাব্য কাউন্সিলরসহ শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল।
সমাবেশে বক্তারা বলেন, প্রথম পর্যায়ে ঘোষিত তফসিলের ২৩৬টি পৌরসভার মধ্যে মেহেরপুর পৌরসভার নাম নেই। বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু নির্বাচন বানচালের উদ্দেশ্যে সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে তাঁর অনুগত এক ব্যক্তির মাধ্যমে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
শহরের ১ নম্বর ওয়ার্ডের বামনপাড়া সীমানা নির্ধারণ নিয়ে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনারুল ইসলামের করা হাইকোর্টের মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনার।