২০১৮ সালেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে : সেতুমন্ত্রী
আগামী ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল কাজ ও নদীশাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শতভাগ স্বচ্ছতা বজায় রেখে ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে।
আজ রোববার দুপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস পয়েন্টের সভাকক্ষে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ সকালে পদ্মা সেতু প্রকল্প এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দেশি-বিদেশি কর্মীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখানে কর্মরত কেউ নিরাপত্তা ঝুঁকিতে নেই। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শতভাগ স্বচ্ছতার মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা হবে।’
সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে শরীয়তপুরের জাজিরার পয়েন্টে আসবেন। সেখানে নদীশাসন কাজের উদ্বোধনের পর তিনি নদীপথে মাওয়া পয়েন্টে এসে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু উদ্বোধন করার ইচ্ছা প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টের গোল চত্বরে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পদ্মা সেতুর সব গুরুত্বপূর্ণ এলাকা প্রশাসনকে বিশেষ নজরদারিতে রাখতে বলা হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকত আলী, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নাহিম রাজ্জাক, নাভানা আক্তার, শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ।