ফরিদপুর বিনিয়োগের জন্য এক নম্বর জেলা : এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডিমন্ত্রী) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুর জেলায় বিনিয়োগের সম্পূর্ণ অনুকূল পরিবেশ বিরাজ করছে। এটি বিনিয়োগের জন্য এক নম্বর জেলা।
আজ রোববার বেলা ১টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধনী অনষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, মেলায় কেউ ইভ টিজিং করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ কাজ করবে।
এলডিআরডিমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে ফরিদপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। এরই মধ্যে বিভাগীয় হেড কোয়ার্টার হিসেবে কাজ শুরু হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা ফরিদপুরে কেউ সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বক্তব্য দেন।