বাংলাদেশের নাদিয়া হলেন যুক্তরাষ্ট্রের ‘বিশেষ অতিথি’

সাংবাদিকতায় সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক নাদিয়া শারমিন। আজ বৃহস্পতিবার তাঁকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র মেরি হার্ফ।
ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতেই মেরি হার্ফ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘...আজ আমাদের মাঝে খুবই বিশেষ একজন অতিথি আছেন। আপনার হয়তো জেনে থাকবেন, আগামীকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় নারীর অধিকার ও ক্ষমতায়নে অবদান রাখায় সারা বিশ্বের অসাধারণ কয়েকজন নারীর সাহসিকতার প্রতি সম্মান জানাবে, মাঝেমধ্যে তাঁরা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন। আজকের (বুধবার) প্রেস ব্রিফিংয়ে তাঁদেরই একজনকে আমাদের মধ্যে পেয়ে সম্মানিত বোধ করছি আমরা। তিনি এখানেই বসে আছেন।’
মেরি হার্ফ বলেন, ‘তিনি নাদিয়া শারমিন, একজন বাংলাদেশি সাংবাদিক। এবং নারী অধিকার আন্দোলনের এই কর্মী কর্মরত অবস্থায় হামলার শিকার হন, হুমকির পরও তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকতা ক্ষেত্রে, এমনকি সব জায়গায় নারী-পুরুষ সবার জন্য তিনি একজন অনুপ্রেরণা।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকার পল্টন এলাকায় হেফাজতে ইসলামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বর্তমানে একাত্তর টিভিতে কর্মরত নাদিয়া শারমিন।