কক্সবাজারে ‘অভ্যন্তরীণ কোন্দলে দুই ডাকাত’ নিহত

কক্সবাজার সদর উপজেলায় ‘অভ্যন্তরীণ কোন্দলে দুই ডাকাত’ নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার ঈদগাহ-ঈদঘর সড়কের ফুলছড়ির ঢাল এলাকায় দুটি লাশ পড়ে দেখতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তাদের লাশ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম চৌধুরী জানান, এলাকাটি রামু ও সদর উপজেলার সীমান্তে অবস্থিত। সংগঠিত ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে আনা হবে। সেখানে লাশের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে একটি মামলা করা হবে।