শরীয়তপুরে আপিলের পর মেয়র-কাউন্সিলর পদে ১০ জন সুযোগ পেলেন
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শেষ করেছেন জেলা প্রশাসক। মেয়র পদে চারজন এবং কাউন্সিলর পদে ছয়জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানি হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বাছাই পর্বে বাতিল হওয়া জেলার পাঁচটি পৌরসভার পাঁচজন মেয়র পদপ্রার্থী এবং ১৩ জন কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আপিল করেন। শুনানি শেষে জেলা প্রশাসক রাম চন্দ্রদাস ডামুড্যা পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এ ছাড়া মেয়র পদে ভেদরগঞ্জ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী তানিয়া আহম্মেদ,নড়িয়া পৌরসভার মোসলেহ উদ্দিন ও জাজিরা পৌরসভার খোকন তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঋণ খেলাপির দায়ে বাছাই পর্বে বাতিল হওয়া শরীয়তপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম কোতোয়ালের আপিল নাকচ করেছেন শরীয়তপুরের আপিল বিভাগ। এ ছাড়া ১৩ কাউন্সিলর পদপ্রার্থীর করা আপিলের মধ্যে ছয়জনের আপিল মঞ্জুর করা হয়েছে। বাকিদের আপিল নাকচ করা হয়েছে।