গাংনীতে শিশু অন্তর হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দোকানে আগুন
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের স্কুলছাত্র অন্তর হত্যা মামলার প্রধান আসামি সবুজকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা সবুজের একটি দোকানে আগুন ধরিয়ে দেয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে বাওট বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও সৌদি আরবপ্রবাসী কাফিরুল ইসলামের ছেলে অন্তরকে অপহরণ করে নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান সবুজ। গ্রামবাসী টের পেয়ে সবুজকে আটকের চেষ্টা করলে তিনি পাশের বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে অন্তরকে ফেলে পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় অন্তরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গতকাল বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত সবুজের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। গ্রামবাসী আটক করেছে সবুজের খালু মিজানুর ও খালা রেক্সোনা খাতুনকে। সবুজসহ তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছে।