পাংশায় সরে দাঁড়ালেন মেয়র ওয়াজেদ ও তাঁর ভাই
রাজবাড়ীর পাংশা পৌরসভার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র ওয়াজেদ আলী মণ্ডল এবং তাঁর ভাই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ইদ্রিস আলী মণ্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া এ পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাংশা পৌরসভার এ ১৪ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
অপরদিকে এদিন রাজবাড়ী পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং তিনজন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনায়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া গোয়ালন্দ পৌরসভার একজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রাজবাড়ী, পাংশা ও গোয়ালন্দ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব তথ্য জানিয়েছে।