ডোমারে নাশকতার মামলায় বিএনপির দুজন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/15/photo-1450197792.jpg)
নীলফামারীর ডোমারে নাশকতার মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে জেলার ডোমার উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গাইবান্ধাপাড়া গ্রামের বিএনপি কর্মী আমিনুর রহমান (৩২) ও একই উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের যুবদল নেতা আবদুর রহিম (৩৬)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতার আশঙ্কায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।