শেরপুরে মেয়র পদে ১৩, সংরক্ষিত ৪৮, সাধারণ কাউন্সিলর পদে ১৫২ জন
২২ জন মেয়র আর ২৪৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন শেরপুরের ৪ পৌরসভায়। যাচাই বাছাই ও প্রত্যাহারের পর টিকে আছেন মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৮ জন আর সাধারণ কাউন্সিলর পদে ১৫২ জন। এদের মধ্যেই হতে যাচ্ছে আসন্ন ৩০ ডিসেম্বরের ভোটযুদ্ধ।
অবশ্য ব্যতিক্রম দুই ভাগ্যবান। যারা নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছেন। একজন হলেন শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম। যিনি একাধারে শেরপুর সদর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র পদে দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালন করেছেন জেলা আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে।
অন্যজন নকলা পৌরসভার ২ নং ওয়ার্ডের জরিপ হোসেন। এখানে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনি একা হিসাবে বিনাভোটে নির্বাচিত হয়েছেন।