সুনামগঞ্জে প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থীরা
পৌরসভা নির্বাচনে প্রতীক পাওয়ার পর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতিক নিয়ে প্রচারনায় বাড়ি বাড়ির প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন সুনামগঞ্জরে ময়ের র্প্রাথীরা।
সোমবার সকাল থেকেই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই সাথে সাথে পোষ্টার আর ব্যানার টাঙানো শুরু করেন প্রার্থীরা। এছাড়া মঙ্গল সকাল থেকে প্রতীকসহ লিফলেট নিয়ে বাড়ি বাড়ি প্রচারনায় নেমে পড়েন প্রার্থীরা। ঘরে ঘরে গিয়ে নিজের প্রতীক দেখিয়ে ভোট চাইচেন প্রার্থীরা।
সকালে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক নাছির চৌধুরী। আ.লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন আ.লীগ নেতাকর্মীরা।
এছাড়া স্বতন্ত্র দেওয়ান গণিউল সালাদীন মোবাইল প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন।