চট্টগ্রামে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/16/photo-1450269249.jpg)
চট্টগ্রাম সরকারি কলেজে সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবির সন্দেহে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ছাত্রলীগ সমাবেশের আয়োজন করে। একই সময় কলেজ মিলনায়তনে অনুষ্ঠান চলছিলে শিবিরের। সমাবেশ চলাকালে ক্যাম্পাস এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে শিবির ও ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন হতাহত হওয়ার পর ছাত্রলীগ রাস্তা অবরোধ করে ক্যাম্পাসে ইটপাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালায়।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনি বলেন, ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচির সময় ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির। দীর্ঘদিন ধরে শিবির সরকারি কলেজে অবস্থান নিয়েছে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেসমিন আক্তার বলেন, সংঘর্ষের আগে থেকে কলেজ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই সময় শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা মিলনায়তনে অবস্থান করছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ছাত্রলীগের কর্মসূচির আশপাশে ফটকার আওয়াজ শুনে ঘটনার সূত্রপাত হয়। কলেজ ক্যাম্পাসে অবস্থানকারীদের হাতে অস্ত্রসহ অবৈধ কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংঘর্ষের পর ছাত্রাবাস বন্ধের দাবিতে অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। পরে কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়।