কক্সবাজারে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় ডাকাতের গুলিতে নুরুল আবছার (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খুরুশকুল ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম নিহতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে একদল ডাকাত আদর্শ গ্রামে নুরুল আবছারের মুদির দোকানে হানা দেয়। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত দল নুরুল আবছারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে ডাকাতরা পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।