পরাজয়ের জন্য হুইপকে দায়ী করল শেরপুর জেলা বিএনপি
শেরপুরে পৌর নির্বাচনে পরাজয়ের জন্য জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিককে দায়ী করেছে জেলা বিএনপি।
আজ সোমবার সংবাদ সম্মেলন করে হুইপের ওপর দোষ চাপান শেরপুর সদর পৌরসভার বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী আবদুর রাজ্জাক আশীষ। জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম কালামের বাসভবনে ওই সংবাদ সম্মেলন করা হয়।
আবদুর রাজ্জাক আশীষ বলেন, এরশাদের সময় থেকেই আতিউর রহমান আতিক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজে জেতা শুরু করেছেন। তিনি সব ইলেকশনেই একইভাবে জয়ী হয়েছেন। এবারের পৌরসভা নির্বাচনেও তিনি ভোট কারচুপি করিয়েছেন।
নির্বাচনে অনিয়মের অভিযোগ আনলেও পুনরায় নির্বাচন চান কি না এমন প্রশ্নের কোনো জবাব দেননি আশীষ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, আউয়াল চৌধুরী, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান প্রমুখ।