মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘কোথা থেকে কে টেলিফোন করল বা একটা ফ্যাক্স পাঠিয়ে দিল- সঙ্গে সঙ্গে মিডিয়া নিউজ প্রচার করছে কেন? সেটা যাচাই-বাছাই না করে? মিডিয়া আরেকটু দায়িত্বশীল হলেই আত্মগোপনে থেকে, বিদেশে থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রেস ব্রিফিং করে কেউ কোনো কর্মসূচি ঘোষণা করতে পারবে না।’
আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বসে প্রেস রিলিজ দেওয়া যায়। এখন কেউ যদি বিদেশে পালিয়ে থাকে, যদি (প্রেস রিলিজ) পাঠায়, সেক্ষেত্রে তাকে ধরে আনা খুব সহজ ব্যাপার না।’
হানিফ আরো বলেন, ‘সে জায়গাটায় সাংবাদিকদের, মিডিয়ার একটা ভূমিকা আছে, দায়িত্ব আছে। এ ব্যাপারে মিডিয়ার দেশের প্রতি একটা দায়িত্ববোধ আছে। ধ্বংসাত্মক বা নেতিবাচক হয় এমন কোনো খবর পরিবেশন থেকে বিরত থাকা আমি মনে করি যে জনগণের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।’
হানিফ আরো বলেন, ‘এখন গাড়িঘোড়া অনেকটাই স্বাভাবিক অবস্থায় চলছে, কোথাও কোনো বাধা নেই। এখন পেট্রলবোমার হামলাও প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মতো একটি গণবহুল দেশে এ রকম স্বাভাবিক অবস্থা খুব কমই দেখা যায়। জনগণই বিএনপির এসব কর্মসূচি প্রত্যাখ্যান করায় এ বিষয়ে সরকারের আর কোনো ভাবনা নেই।’