পাওনা ৪০০ টাকা চাওয়ায় চা বিক্রেতাকে খুন
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লিয়াকত শেখ (৫০) নামের এক চা বিক্রেতা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লিয়াকত শেখের ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেন (৪০)।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
একই গ্রামের জামাত আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতরা।
আহত তিনজনকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত লিয়াকত শেখ বাগোয়ান গ্রামের গোলাম মক্করের ছেলে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, আজ জুমার নামাজে খুতবা পড়ার সময় নিহত লিয়াকত শেখের ভাই রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের জামাত আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে আজ বিকেলে লিয়াকত আলীর চায়ের দোকানে জামাত আলী এলে তাঁর কাছে পাওনা ৪০০ টাকা চান রিপন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখান থেকে বাড়ি ফিরে জামাত আলী তাঁর পক্ষের ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লিয়াকত আলীর দোকানে এসে হামলা চালান। এ সময় লিয়াকত আলী ও তাঁর ছেলে এবং দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, লিয়াকতের লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলাকারী জামাত আলীসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘৪০০ টাকা পাওনা চাওয়া নিয়ে কথাকাটাকাটি। এরপর শাবল ও ইট দিয়ে আঘাত করে লিয়াকতকে হত্যা করা হয়।’