মেহেরপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে (৫০) আটক করেছে সদর থানার পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আশরাফপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, শুক্রবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, গ্রেপ্তার ফারুক হোসেনের নামে সদর থানায় পুলিশের ওপর হামলা, সরকারি গাছ কাটা ও নাশকতার এক ডজন মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাঁকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।