বরগুনায় দুটি বাড়িতে ডাকাতি, আহত ৭
বরগুনায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামে ডাকাতরা স্বর্ণ, টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। বাধা দেওয়ায় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে এবং পাইপগানের গুলিতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
নাপিতখালী গ্রামের অতুল হাওলাদার (৬৫) ও জলিল মৃধার (৫৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
অতুল হাওলাদার জানান, গতকাল রাতে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তাঁকে এবং তাঁর জামাতা নিবাস চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয় কয়েকজন জানান, ডাকাতির খবর পেয়ে পার্শ্ববর্তী পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন এবং বিদ্যালয়ের হোস্টেলে থাকা ছাত্ররা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা তাদের সঙ্গে থাকা পাইপগান দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় দশম শ্রেণির ছাত্র রনি, ইমাম, ওলি, জাকারিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, দূর থেকে ছোড়া ডাকাতদের পাইপগানের গুলিতে শিক্ষার্থীরা আহত হলেও তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। রাতেই চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়েছে। তবে আহত অতুল হাওলাদার ও তাঁর জামাতা নিবাস চন্দ্র এখনো বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।