কুষ্টিয়ায় কাঙাল হরিনাথ পদক পেলেন এনটিভি প্রতিনিধি
কুষ্টিয়ায় সাংবাদিক ‘কাঙাল হরিনাথের দর্শন, আজকের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা এবং কাঙাল হরিনাথ পদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী, সাংবাদিক আজমল হোসেন ফরাজী প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর প্রেস সচিব আমিনুল হক বাদশা (মরণোত্তর), প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম, কুষ্টিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফছার উদ্দিন শেখ এবং টেলিভিশন সাংবাদিকতায় এনটিভির স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদ পিনুসহ মোট ছয়জনকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য কাঙাল হরিনাথ পদক দেওয়া হয়।
এ ছাড়া কুষ্টিয়ায় বিভিন্নভাবে মৃত্যু হওয়া সাংবাদিকের ছেলেমেয়েকে বৃত্তি দেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার পক্ষ থেকে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী এই পদক ও বৃত্তি প্রদান করেন।