বিদ্যুৎ চুরির দায়ে কারখানার মালিককে ২১ লাখ টাকা জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/13/photo-1452702277.jpg)
সৈয়দপুরে বিদ্যুৎ চুরি করে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার দায়ে এক গুল কারখানার মালিককে ২১ লাখ টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। জরিমানার টাকা আদায়ের লক্ষ্যে আজ বুধবার রংপুরের বিদ্যুৎ আদালতে ওই ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে।
সাজ্জাদ হোসেন জেলার সৈয়দপুর উপজেলার সোনাপুকুর এলাকায় স্টার এবং ওয়ান স্টার গুল কারখানার মালিক। সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্না’র নেতৃত্বে আজ এই কারখানায় অভিযান চালানো হয়।
মোহাম্মদ আলী জানান, এই কারখানা ভিতরে নিয়ম অমান্য করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে আসছিলেন সাজ্জাদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৭৫টি অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় সাজ্জাদকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ২১ লাখ টাকা জরিমানা করে ওই অর্থ আদায়ের জন্য বিদ্যুৎ আদালতে একটি মামলা করা হয়েছে।
মোহাম্মদ আলী বলেন, ‘বিদ্যুৎ চুরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’