ভটভটি আটকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/13/photo-1452703158.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জে ভটভটি আটকে টাকা ও মোবাইল ফোনসেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ফকিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত আজিজুল হক (৪৫) উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি জয়নাল কোট গ্রামের এজার উদ্দিনের ছেলে। তাঁকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গতকাল রাতে আজিজুল হক সৈয়দপুর উপজেলা থেকে ভটভটি করে বাড়ি ফিরছিলেন। এ সময় সাত থেকে আটজন ছিনতাইকারী ভটভটি আটকে তাঁকে মারধর করে আহত করে এবং তাঁর কাছে থাকা সাড়ে ২৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আজিজুল হক জানান, ছিনতাইকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।