আশুলিয়ায় ঝুটপল্লির আগুন নিয়ন্ত্রণে
ঢাকার অদূরে আশুলিয়ায় একটি ঝুটপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, ভোরে ইউনিক এলাকার জিএসএম অ্যাপারেলসের পাশে একটি গুদামঘর থেকে আগুন লাগে। পরে তা আশপাশের গুদাম ও পাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৭টি ঝুটের গুদাম পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আবদুল হামিদ আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১১ ইউনিট কাজ করে। এখনো তারা সেখানে অবস্থান করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।