বিয়ের আসর থেকে পালাল বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/17/photo-1452972619.jpg)
বাল্যবিবাহের আয়োজন করায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় এক কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে পুলিশ এবং নির্বাহী কর্মকর্তাকে দেখে বিয়ের আসর থেকে বর ও তার আত্মীয়স্বজন পালিয়ে গেছে।
শনিবার দুপুরে জেলার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের রশিদুল ইসলামের মেয়ে ও ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলামের (১৮) বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন। বিয়ের অনুষ্ঠান থেকে বর ফয়জুল ইসলামসহ তার আত্মীয়স্বজন পালিয়ে গেলেও কনের বাবা রশিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় রশিদুল ইসলাম মেয়ের বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। কনের বাবা সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।