বরগুনায় হরতাল, অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ
বরগুনায় একটি কাপড়ের দোকানে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টা থেকে হরতাল শুরু হয়।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্সের এক সভায় হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া হামলাকারীদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শহরের সব দোকানপাট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, হরতাল শুরুর পর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি।
শনিবার সকালে জেলা তরুণ লীগের কর্মী অভি, প্রিন্স ও সোহেলের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কে তালুকদার ক্লথ স্টোরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই সময় তাঁরা দোকানের আসবাবসহ ক্যাশবাক্স ভাঙচুর করে পাঁচ লাখ টাকা লুট করে নেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ।
ওই ঘটনায় এখন পর্যন্ত নয়ন দাস ও সোহেল নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।