মনসুরকে বাঁচাতে এগিয়ে আসুন
বেসরকারি ব্যাংক কর্মকর্তা মনসুর আহমেদ টিটু দূরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে ভারতের টাটা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে মাত্র তিন লাখ ৪৭ হাজার টাকা।
বাবার চাকরির সুবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল-কলেজেই লেখা পড়ার শুরু হয়েছিল মনসুরের। সেখানকার সবার প্রিয় মুখ মনসুর এইচএসসি পাস করেন ২০০৬ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে।
মনসুরের পুরো জীবনই সংগ্রামের ইতিহাস। মা তাঁদের ছেড়ে গেছেন ২০০৬ সালে। স্নাতকের ছাত্র থাকা অবস্থাতেই ২০০৯ সালে তাঁদের পাঁচ ভাইবোনকে রেখে বাবা পৃথিবী ছেড়ে যান। এমন অবস্থায় গুরুদায়িত্ব এসে বর্তায় মনসুরের ঘাড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন মনসুর। পরে পূবালী ব্যাংকে যোগ দেন অফিসার হিসেবে।
প্রায় গুছিয়ে নিয়ে আসেন এলোমেলো সংসার। এক বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। অন্য দুই বোন যথাক্রমে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার্থে এগিয়ে চলছেন। একমাত্র ছোট ভাইটা হাই স্কুলে পড়ছে। তবে গুছিয়ে আনার স্বস্তি তাঁর সঙ্গী হলো না বেশিদিনের। হঠাৎ করেই শরীর খারাপ হতে শুরু করে মনসুরের। ধরা পড়ল মনসুর প্রাণঘাতী ব্লাড ক্যানসারে আক্রান্ত।
মনসুরকে বাঁচাতে এগিয়ে এসেছেন তাঁর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা। প্রয়োজনে পাশে থেকে সাহসের পাশাপাশি দেওয়া হচ্ছে অর্থের জোগান। তবে মনসুরের চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা জোগাতে সবার সহযোগিতা প্রয়োজন।
মনসুরকে সহায্যের জন্য ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে— যেখানে জানা যাবে বিস্তারিত
ইভেন্ট। লিংক : https://www.facebook.com/events/996732373683642/
মনসুরকে সহায়তা পাঠাতে পারেন
০১৯২৩১৫৮৪৪৯ (নাজমুল)
ব্যাংক হিসাব নম্বর
মো. নাজমুল হক
হিসাব নং-১২২১৫১৮১০৯৬
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
এ ছাড়া অন্য যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
সবুজ ০১৭১৬৭৯৫৯৪১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অনিক ০১৬১২৩০৭০৯০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিয়া ০১৯১৭৫১৮১২৮, ঢাকা বিশ্ববিদ্যালয়