সেন্ট মার্টিনে ট্রলারডুবি, ৬ জেলে উদ্ধার
কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে আট কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার এবং ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
ট্রলারটি ডুবে যাওয়ার সময় কাছাকাছি এলাকায় ছিল এফবি সাদেক নামের আরেকটি ট্রাক। এফবি সাদেক-এর মালিক মো. ইউনুছ জানান, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মো. আলমের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হন ইসহাক মাঝিসহ ছয় জেলে। ট্রলারটি সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছালে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। ট্রলারের জেলেদের সাগরে হাবুডুবু খেতে দেখে এফবি সাদেকের জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়।
টেকনাফের কোস্টগার্ড ইনচার্জ লে. কমান্ডার শহীদ জানান, খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে ছয় জেলেসহ ট্রলারটি উদ্ধার করে। তবে জেলেরা সুস্থ্ রয়েছেন।