বিনা শর্তে বেতনকাঠামো চান বেসরকারি শিক্ষকরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/19/photo-1453212094.jpg)
নতুন অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক।
এ দাবিতে আজ মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
কর্মসূচিতে বেসরকারি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জাতীয় বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত হয়ে আসছে। এবার একমাত্র ব্যতিক্রম হতে যাচ্ছে। যা শিক্ষকদের জন্য অবমাননাকর।’ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, শিক্ষায় যখন মডেল তৈরি হচ্ছে বাংলাদেশ, এ মুহূর্তে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিছু কুচক্রীমহল বিভ্রান্ত করার জন্য থাকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টিতে হস্তক্ষেপ করার আহ্বান জানান আবুল বাশার। দাবি মানা না হলে আন্দোলনে নামার হুমকি দেন তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, সরকার থেকে বেতন নিচ্ছি। এখানে নতুন করে যোগ্যতাভিত্তিক প্রশ্নটা কেন আসল? আমরা জাতি তৈরি করছি, জাতি বিনির্মাণের কাজ করছি। এত দিন পর যদি যোগ্যতার প্রশ্ন আসে তবে আমাদের সম্মানের বিষয় নিয়ে প্রশ্ন হলো।’
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুমিল্লা পুলিশ লাইন হাইস্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমসহ বেসরকারি শিক্ষক পরিষদের শিক্ষক নেতারা।
পরে বেসরকারি শিক্ষক পরিষদের শিক্ষক নেতারা কুমিল্লার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।