সরকারের সদিচ্ছা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন
তিন বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য বের করতে না পারায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা।
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তোলেন সাংবাদিকরা।।
তিন বছরে হত্যাকাণ্ডের মোটিভ বের করতে না পারায় র্যাব, পুলিশসহ সরকারের সমালোচনার পাশাপাশি দাবি আদায় করতে না পারায় নিজেদেরও সমালোচনা করেন সাংবাদিক নেতারা। যতদিন সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হয়, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন নেতারা।
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আবদুস সালামসহ গণমাধ্যমের মালিক ও সাংবাদিকদের মুক্তি দাবি করা হয় সমাবেশ থেকে।
এই প্রতিবাদ সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুল হাই শিকদার ছাড়াও অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।