৫০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/20/photo-1453310984.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ৫০ কেজি গাঁজাসহ জব্দ করা প্রাইভেট কার। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেট কারসহ এসব গাঁজা উদ্ধার করা হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার মাধাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় একটি প্রাইভেট কার থামাতে সংকেত দিলে এটি দ্রুতগতিতে পালিয়ে কুটুম্বপুর এলাকায় আঞ্চলিক সড়কে ঢুকে পড়ে। পরে চালকসহ দুই আরোহী গাড়ি ফেলে পালিয়ে যায়। তাঁরা এর পেছনে ধাওয়া করে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো গ- ১১-২৭৫৩) আটক করেন। পরে প্রাইভেট কারের ভেতরে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে চান্দিনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।