নীলফামারীতে র্যাবের ধাওয়ায় গুলিবিদ্ধসহ আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/21/photo-1453383275.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জে র্যাবের ধাওয়ায় গুলিবিদ্ধসহ দুজন আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভুডুরদোলা এলাকা থেকে নীলফামারী র্যাব-১৩ তাঁদের আটক করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের মোহাম্মদ আলী (৫০) ও পুটিমারী ইউনিয়নের মো. আজাদ (৩৫)। র্যাবের ধাওয়ায় মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হন। আর মো. আজাদ আহত হন। কিশোরগঞ্জ হাসপাতালে তাঁদের চিকিৎসা শেষে র্যাবের হাতে আবারও হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানিয়েছেন, আজ দুপুরে আটকের সময় তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব গুলি ছুড়ে। এতে মোহম্মদ আলীর পায়ে গুলি লাগে।
ওসি দাবি করেন, মোহাম্মদ আলী ও মো. আজাদ চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।