তেজগাঁও রেল কলোনিতে পুড়ল ১২ ঘর

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১২টি ঘর। ছবি : নিউজ রুম ফটো
রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১২ ঘর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই কলোনির একটি ঘরে আগুন লাগলে, তা অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে আশপাশে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর তারা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা পুরোপুরি জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা রান্নার চুলা থেকে আগুন লেগে থাকতে পারে।