রামপুরা থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মুন্নী আক্তার নামের ওই শিশুর লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মুন্নীর বয়স ১৪।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, বিকেল সোয়া ৩টার দিকে আমার কাছে একটা ফোন আসে। ফোনে আমাকে বলা হয়, কাজের মেয়ে মেরে ফেলেছে তাড়াতাড়ি আসেন। আমাকে বনশ্রীর এক বাসার ঠিকানাও দেওয়া হয়।
‘পরে ওই বাসায় গিয়ে মুন্নী আক্তার নামে শিশুটির লাশ উদ্ধার করি। মেয়েটির গ্রামের বাড়ি নোয়াখালীর চর জব্বার এলাকায় বলে জানতে পেরেছি। মেয়েটির মা-বাবাকে খবর দেওয়া হয়েছে।’
ওসি রফিক আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্ত্রী নাজমুন্নাহারকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, ‘মুন্নীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর এ ব্যাপারে আরো কিছু জানা যাবে।’