লবণ বোঝাই ট্রাক থেকে চার হাজার ইয়াবা উদ্ধার, আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/24/photo-1453654690.jpg)
ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনায় লবণ বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় এ সময় ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচুলীপাড়ার ইয়াকুব আলী (৩১) ও তাঁর সহকারী আব্দুল কাদের (২৪)। তাঁর বাড়ি একই জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) মনিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো আজও মহাসড়কে আমাদের টহল চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ঢাকাগামী লবণ বোঝাই ট্রাকটিতে অভিযান চালানো হয়। ট্রাকের চালক ও তাঁর সহকারীর দেহ তল্লাশি করে চার হাজারটি ইয়াবা উদ্ধার করি।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।