শরীয়তপুরে কৃষকের বাড়িতে আগুন, এক শিশুর মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কৃষকের বাড়িতে আগুন লেগে শহীদুল ইসলাম (৯) নামে এক শিশু মারা গেছে। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন শিশুর বাবা আবদুর রশিদ।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাজিরা উপজেলার পূর্ব নাওডবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুর রশিদের প্রতিবেশী আবদুর রব মাঝি এনটিভি অনলাইনকে জানান, জাজিরা মঙ্গলমাঝির ঘাটের উত্তরপাড়ে পাইনপাড়া পদ্মা নদীর নতুন চরে কৃষক আবদুর রশিদের বাড়িতে রান্না করার সময় আগুন লাগে। রোদের প্রচণ্ড তাপ ও বাতাস থাকায় মুহূর্তে আগুন রান্নাঘর থেকে অন্য দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় রশিদের শিশু শহীদুল ইসলাম ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। ছেলেকে উদ্ধারের জন্য ঘরে ঢুকলে রশিদও দগ্ধ হন। ঘরে থাকা আসবাবপত্রের সঙ্গে বিভিন্ন কৃষিপণ্যও আগুনে পুড়ে গেছে বলে তিনি জানান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী মিয়া এনটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।