সভাপতি রাসেল, সম্পাদক শফিউল্লাহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মাদ শফিউল্লাহ।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আহসান উল্যাহর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক রবি।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি তোফায়েল আহমেদ (দৈনিক খবরপত্র), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুসাইব (ডেইলি সান), অর্থসম্পাদক মতিউর রহমান (দৈনিক সকালের খবর), তথ্য ও পাঠাগার সম্পাদক মো. আলমগীর হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), কার্যনির্বাহী সদস্য. এস এস জোবায়ের (আমাদের সময়), ও মো. জাহিদুল ইসলাম (দ্য রিপোর্ট ২৪ডটকম)।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মো. আব্দুর রহমান ও কাজী কাউছার হামিদ। নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা।
এদিকে সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, থিয়েটার, অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, পাঠাগার আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।