বইমেলার প্রস্তুতিতে উৎসবের আমেজ

আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর বরাবরের মতো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে 'অমর একুশে গ্রন্থমেলা'। আগামী সোমবার মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৈয়দ শামসুল হকের 'বঙ্গবন্ধুর বীরগাথা' বইয়ের মোড়ক, অডিও এবং ব্রেইল উদ্বোধনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এ ছাড়া থাকবে সৈয়দ শামসুল হকের লেখা ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গ্রন্থমেলার থিম সং।
এদিকে, অমর একুশে গ্রন্থমেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট জায়গায় স্টল সাজানোর প্রস্তুতিতে লেগেছে উৎসবের আমেজ। লেখকের সৃষ্টিকে পাঠকের কাছে পৌঁছে দিতে নতুন প্রচ্ছদ তৈরি, ছাপা আর বই বাঁধাইয়ের কারিগররাও ব্যস্ত রাত-দিন।
এবারের বইমেলায় বাংলা একাডেমিতে থাকছে ১৫টি প্যাভিলিয়ন এবং সোহরাওয়ার্দী উদ্যানে ১৪টি।
তবে স্টল বরাদ্দ পাওয়া নিয়ে রয়েছে অনুযোগের সুর। অভিযোগ, লটারিতে যার জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, সে জায়গায় স্টল না দিয়ে যার যার সুবিধামতো স্টল দিচ্ছে।
প্রতিবারের মতো মেলায় বইয়ের ওপর থাকছে বিশেষ ছাড়। আর প্রতিদিন মেলার মূলমঞ্চে থাকছে সেমিনার, সাংস্কৃতিক সন্ধ্যা।
গ্রন্থমেলার প্রস্তুতির খবর বিস্তারিত দেখুন তামান্না জেনিফারের বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল উদ্দীন ও সাব্বির হোসেন মার্শাল :