কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদার বিল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহীন নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
শাহীন উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের মো. কালুর ছেলে। সে উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে উখিয়া বাণিজ্যমেলা থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে সিকদার বিল এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত শাহীনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গতকাল রাতে উখিয়া উপজেলা সদরে চলমান বাণিজ্যমেলায় লটারি নিয়ে একদল যুবকের সঙ্গে শাহীনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।