গাংনীতে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ এনামুল হক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
র্যাবের দাবি, এনামুল হক চরমপন্থী সংগঠন ‘জনযুদ্ধের’ সঙ্গে সম্পৃক্ত।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক মিয়া জানান, জোড়পুকুর গ্রামের এনামুলের বাড়িতে অস্ত্র ও গুলি রয়েছে—এমন খবরের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় তাঁর বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি গুলিসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়।
আবদুর রাজ্জাক আরো জানান, র্যাব-৬-এর ক্যাম্পে এনামুলের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি একসময় জনযুদ্ধের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর নামে গাংনী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান আবদুর রাজ্জাক।