জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন খালেদা জিয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতিকে বিভক্ত করতেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ অভিযোগ করেন।
হানিফ বলেন, পাকিস্তান যেমন মুক্তিযুদ্ধে গণহত্যার দায় অস্বীকার করে, তেমনি তাদের দোসর জামায়াত-বিএনপি পাকিস্তানের মিথ্যাকে জায়েজ করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে।
বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যার উদাহরণ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোথাও শহীদের সংখ্যা মাথা গুনে গুনে হিসাব করা হয়নি। ওই সময় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পাশাপাশি ইসলামের সঠিক শিক্ষায় মানুষকে আলোকিত করতে তিনি আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।