বিদেশি জুতা আমদানি বন্ধের দাবি বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতির

দেশীয় জুতাশিল্প বাঁচাতে আজ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি। ছবি : নিউজ রুম ফটো
দেশীয় জুতাশিল্প বাঁচাতে বিদেশ থেকে জুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা, এ শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনসহ জুতা তৈরির কাঁচামাল ও পণ্যে ভ্যাট প্রত্যাহার। এ ছাড়া স্বাস্থ্যকর পরিবেশে কাজের নিশ্চয়তা প্রদানের দাবি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।