তিতাসে এম কে আনোয়ারের রোগমুক্তি চেয়ে মিলাদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/29/photo-1454064586.jpg)
কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের রোগমুক্তি চেয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির উপজেলা কার্যালয়ে এ মিলাদ হয়। এতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ভূঁইয়া ও বিএনপি নেতা আলী হোসেন মোল্লা।
একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকারের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল খালেক।
এম কে আনোয়ার হোমনা-তিতাস থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাঁর বাড়ি হোমনা উপজেলা সদরে।