নওগাঁয় বিয়ের বাস খাদে, নিহত ৪
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বরযাত্রীবাহী একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। আজ শুক্রবার রাত সোয়া ৯টায় উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা সবাই বরযাত্রীবাহী বাসে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান রাত সোয়া ১০টায় এনটিভি অনলাইনকে জানান, বরযাত্রীবাহী বাসটি সদর উপজেলার ধুবলহাটি থেকে মান্দা উপজেলার বাঁকাপুরে যাচ্ছিল। বাসটি যখন ভীমপুর এলাকায় পৌঁছে তখন বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাক তার সামনের অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে যায়।
এ সময় ট্রাকের সাথে বরযাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটিও রাস্তার অপরপাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায় এবং অটোরিকশাটি উল্টে যায়।
মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান আরো জানান, বাসের ভিতরে একটি এবং খাদে নেমে বাসের নিচে চাপা পড়া আরও তিনটি লাশ দেখা গেছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।