গাংনীতে দুর্বৃত্তদের পিটুনিতে বাবা-ছেলে আহত
মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামের পাঙ্গাসীপাড়ায় দুর্বৃত্তদের পিটুনিতে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পিটুনিতে আহত দুজন হলেন ঢেপা গ্রামের রিজাল হক (৬৫) ও তাঁর ছেলে উসমান আলী (৪২)। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উসমান আলীসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ১০-১২ জনের একদল ‘ডাকাত’ ঢেপা গ্রামের পাঙ্গাসীপাড়ায় আহার আলীর বাড়িতে প্রবেশ করে। ওই সময় তারা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে ডাকাতরা এক জোড়া স্বর্ণের কানের দুল, কিছু টাকা, মোবাইল ফোনসেটসহ অন্যান্য জিনিস লুট করে প্রতিবেশী শহীদুলের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় শহীদুলের বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ডাকাতদলকে প্রতিরোধের চেষ্টা করে। বিপদের কথা আঁচ করতে পেরে ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে পরপর ৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই বোমার ধোঁয়ায় কিছু দেখছিলেন রিজাল ও উসমান। এ সুযোগে ডাকাতদল তাদের মারপিট করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই সময় তারা দুজনকে পিটিয়ে আহত করে।
ওসি আরো বলেন, গ্রামবাসী ও ডাকাতদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।